** ইহা সাধারনতঃ কাশি, শুষ্ককাশি, শ্বাস্-কষ্ট(এজমা) জাতীয় রোগ নিরাময় ও প্রতিরোধক হিসাবে কাজ করে।
** ইহা বুকের জমাটবাঁধা কফ অধিকতর তরল করে বের করে দেয়।
** এছাড়া ধূমপান জনিত কাশি এবং স্বরভঙ্গ রোগে অত্যন্ত কার্যকরী।
** ইহা শিশু এবং বয়স্ক সকল শ্রেনীর মানুষের স্বাস্থ্য সুরক্ষায় বিশেষ ভূমিকা পালন করে।
